নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি গ্রীন লাইন পরিবহণের বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৫মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া বানিয়ারছড়ার আমতলী এলাকায় মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ৩নং ওয়ার্ডের আমতলী পাড়ার মো.বশির আলমের ছেলে মো.আরমান শাকিল (২৪) এবং একই ওয়ার্ডের খুরপাইনঝিরির মো.আবু মোছার ছেলে মো.ইসমাইল সিদ্দীকি (৩৫)।
স্থানীয়দের বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইমন চৌধুরী বলেন, গ্রীন লাইন (ঢাকামেট্টো ব-১৫-২৮২১) পরিবহণের যাত্রীবাহি বাস ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। এসময় মোটরসাইকেল আরোহী আরমান ও ইসমাইল মোটরসাইকেলে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। যাত্রীবাহি গ্রীন লাইন পরিবহণের বাসটি আমতলী এলাকায় পৌছলে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হলে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওইসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
তিনি আরও বলেন, গ্রীণ লাইন পরিবহণের বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
Leave a Reply