নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
রামুতে মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফিরলেন গর্জনিয়ার উদিয়মান যুবক ও সমাজ সেবক শাহিনুর রহমান শাহিন। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে রবিবার বিকেলে গর্জনিয়া মাঝির কাটা কিন্ডার গার্ডেনে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান, আজ রবিবার সকালে গর্জনিয়া থেকে মটর সাইকেল যোগে নিহত মোঃ ইরফান সহ বাইশারী এলাকায় নিজের রাবার বাগানে পরিচর্চার কাজ পরিদর্শনে যাচ্ছিলেন। নিহত ইরফানকে পেছনে বসিয়ে তিনি নিজেই মটর সাইকেল চালাচ্ছিলেন। এমতাবস্থায় তারা মাঝির কাটা মিজ্জিবর কাটা গ্রামের মুচগাছ তলা এলাকায় পৌঁছলে সশস্ত্র সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে বাইকের পেছনে বসা মোঃ ইরফান গুলিবিদ্ধ হন। এসময় চলন্ত মটর সাইকেল সহ তারা পাহড়ের গভীর খাদে পড়ে যান। গলায়, পিঠে ও পাজরে গুলিবিদ্ধ বন্ধু মোঃ ইরফানের মৃত্যুর কথা স্মৃতিচারণ করে অজোর নয়নে কান্নারত শাহিন বলেন, মুলত তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ করেছে। তাকে রক্ষা করতে মানবঢাল হিসেবে নিজের প্রান বিসর্জন দিলেন বন্ধু ইরফান। তিনি বলেন সাম্প্রতিক সময়ে পাহাড়ি সন্ত্রাস, জঙ্গী, অপহরণ, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা সহ যাবতীয় অসঙ্গতির বিরুদ্ধে তিনি সোচ্ছার ভূমিকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছিলেন, তাই একটি চক্র দীর্ঘদিন থেকে তাকে প্রানে মারার নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিক অংশ হিসেবে সন্ত্রারীরা আজ তাদের উপর গুলি ছোড়ল। তিনি সাংবাদিকদের মাধ্যমে নিজের জীবনের নিরাপত্তায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য যে রামুতে চলন্ত মোটর সাইকেল লক্ষ করে সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে মোঃ ইরফান নামে এক যুবক নিহত হয়। এসময় মোটর সাইকেল আরোহী শাহিনুর রহমান শাহিন গুরতর আহত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা মিজ্জিবর কাটা গ্রামের মুচগাছ তলা এলাকায় এঘটনা ঘটে। নিহত মোঃ ইরফান(২৭) নাইক্ষ্যংছড়ি এলাকার শফিউল্লাহর পুত্র। আহত শাহিনুর রহমান শাহিন নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সম্মেলন করেন।
Leave a Reply