পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় জেল ফেরত আসামীর হামলায় ১ জন আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর জের ধরে স্থানীয়রা ওই ব্যক্তিসহ তার দুই সহযোগীকে আটক করে। ১০ মার্চ (শুক্রবার) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ধনিয়াকাটার মিয়াজিরঘোনা নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মাহামুদুল করিম (৪৪)। তিনি ধনিয়াকাটা মিয়াজিরঘোনার মৃত আবদু ছমদের পুত্র। এ ব্যাপারে জখমী ব্যক্তি বাদী হয়ে ওই দিন সন্ধ্যার দিকে পেকুয়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পৌছান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বিকেলে মিয়াজিরঘোনায় মাহামুদুল করিমের বসতভিটায় ৩ জন যুবক অবস্থান করছিলেন। এদের মধ্যে একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মৌলভীপাড়ার গিয়াস উদ্দিনের পুত্র মুহাম্মদ ইসমাইল প্রকাশ মনিয়াসহ ৩ জনের গতিবিধি সন্দেহজনক হচ্ছিল। মাগরিবের আগে ভিন্ন ওয়ার্ড থেকে ৩ যুবকের রহস্যজনক ঘোরাফেরা নিয়ে মাহামুদুল করিমের স্ত্রী ও পরিবারের নারী সদস্যদের মধ্যে অনেকটা সন্দেহের অবতারণা হয়। তারা বিষয়টি মুঠোফোনে মাহামুদুল করিমকে অবহিত করছিলেন। এ সময় মাহামুদুল করিম বাড়িতে গিয়ে এ ৩ জনকে তার বসতভিটার নির্জন স্থানে দেখতে পান। এতে করে তিনি ইসমাইলসহ ৩ যুবককে ওই স্থানে যাওয়ার বিষয়ে প্রশ্ন করেন। এ সময় বাকবিতন্ডাসহ দু’পক্ষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে ইসমাইল প্রকাশ মনিয়াসহ উত্তেজিত ৩ যুবক মাহামুদুল করিমকে গলাটিপে স্বাসরুদ্ধ করে প্রাণনাশ চেষ্টা চালায়। কিল,ঘুসি, লাথিসহ তাকে উপর্যপুরি পিটিয়ে রক্তাক্ত জখম করে। প্রাণনাশ থেকে বাচতে মাহামুদুল করিম স্বজোরে আর্ত চিৎকার করছিলেন। এ সময় মাহামুদুল করিমের স্ত্রী উম্মে সালমা আঙ্গুরও স্বামীকে বাঁচাতে চিৎকার ও কান্নাকাটি করে। বিলের ফসলী জমিতে কৃষকরা কাজ করছিলেন। তারা উম্মে সালমার আর্তচিৎকারে দ্রæত সেখানে যান। লোকজনের উপস্থিতি টের পেয়ে ইসমাইল প্রকাশ মনিয়াসহ হামলাকারীরা দ্রæত পূর্বদিকে সটকে পড়ে। এ সময় ধনিয়াকাটা বাজার থেকে আজগর আলীসহ ১০/১২ জনের লোকজন গিয়ে হামলাকারীদের ধরে ফেলে।
সুত্র জানায়, ইসমাইল প্রকাশ মনিয়া একজন খারাপ প্রকৃতির লোক। সম্প্রতি ওই ব্যক্তি কারাগার থেকে বেরিয়ে এসেছে। অপরাধ কর্মকান্ড সংঘটিত করায় এর আগে পেকুয়া থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু ছিল। ওই মামলায় তাকে জেলে যেতে হয়।
পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply