সংবাদদাতা: কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যার চর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিককে গ্রেফতার করেছে পুলিশ। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে ওই ইউনিয়নের ছিকলঘাট স্টেশন থেকে চকরিয়া থানার এস আই শামসু গ্রেফতার করে তাকে।
চকরিয়া থানার অপারেশন অফিসার রাজীব কুমার সরকার সাংবাদিকদের জানান, আটককৃত সাবেক চেয়ারম্যান মানিকের বিরুদ্ধে ২০১৩ সালের একটি হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বিএনপি নেতা নুর মোহাম্মদ মানিকের স্ত্রী রুনা আকতার জানান, ২০১৩ সালের একটি রাজনৈতিক হত্যা মামলায় আমার স্বামিকে হয়রানি করতে আসামী করা হয়। ঘটনার সময় চিকিৎসাধীন ছিলেন। ওই মামলায় যে গ্রেফতারি পরোয়ানা ছিল তা জানা ছিলনা।
চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক জানান, ২০১৩ সালে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের মিছিল থেকে বেপরোয়া গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে চকরিয়া পৌরশরের ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাকের হোসেন নিহত হন। এ ঘটনায় চকরিয়া থানা পুলিশ দায়ি ব্যক্তিদের আসামি না করে উল্টো বিএনপি নেতার্মীদের আসামী করে। আটককৃত সাবেক চেয়ারম্যান মানিক ওই মামলারই একজন আসামী। তার অন্য কোন অপরাধ নেই। আমি এ ঘটনার নিন্দা জানাই এবং তার মুক্তির দাবী জানাচ্ছি।
Leave a Reply