পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনায় ডিসি সড়কে জায়গা নিয়ে বিরোধ চরম আকার ধারণ করেছে। ১৬ শতক জায়গা থেকে ভোগ দখলীয় পক্ষকে হঠানোর চলছে জোরালো প্রচেষ্টা। বসতভিটা জবর দখল কুমানসে একটি শক্তিশালী ভূমিদস্যু চক্র রাতেই ব্যবসায়ীর বসতভিটায় অনুপ্রবেশের পাঁয়তারা করছে। এর জের ধরে ওই চক্র গত ২ দিন ধরে গভীর রাতে সেখানে বহিরাগত লোকজন জড়ো করছে। ভীতি ও আতংক ছড়াতে তারা সেখানে হাকাবকাসহ নানান ধরনের হুমকি ধমকিও অব্যাহত রেখেছেন। এমনকি বসতভিটায় স্থিতি সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়ার পাঁয়তারাও চলছে। ওই চক্র ইটের দেওয়ালে ভাংচুর চালানোর জন্য সেখানে মাটিও খনন করেছে। এ দিকে নিজের বসতভিটা ও সীমানা প্রাচীরের নিরাপত্তা অক্ষুন্ন রাখতে হয়রানির শিকার বসতবাড়ির মালিক নিয়েছেন আইনের আশ্রয়। এ সংক্রান্ত আইনী পদক্ষেপ পেতে পেকুয়া থানায় সাধারণ ডায়েরীও লিপিবদ্ধ করা হয়েছে। রবিবার (৫ ফেব্রæয়ারী) বিকেলে পেকুয়া থানায় একটি জিডি রুজু হয়েছে। যার নং ২১০/২৩। জিডির বাদী উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবনপাড়ার মোস্তাক আহমদের পুত্র নুর মোহাম্মদ প্রকাশ কায়েস। সুত্র জানায়, ১৯৯৯ সালের দিকে নুর মোহাম্মদ প্রকাশ কায়েসের পিতা পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারের পপুলার ফার্মেসীর স্বত্তাধিকারী মোস্তাক আহমদ ১৬ শতক জায়গা খরিদ করেন। জায়গাটির স্থিতিবস্থান সদর ইউনিয়নের শেখেরকিল্লাঘোনার ডিসি সড়কে। ২০১৯ সালের দিকে ওই জায়গায় চারপাশে ইটের তৈরী সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। সেখানে মোস্তাক আহমদের পরিবার বসতবাড়ি করে বসবাসও করছেন। সুত্র জানায়, বসতভিটার জায়গা নিয়ে লোলুপ দৃস্টি পড়ে স্থানীয় ভূমিদস্যু চক্র মৌলানা কামাল হোছাইন গংদের। তারা মোস্তাক আহমদকে নানান ধরনের হয়রানি করছিলেন। এমনকি ওই জায়গা থেকে বিতাড়িত করতে কৌশলও অবলম্বন করা হয়। মোস্তাক আহমদের পরিবার শান্ত শিষ্ট। ব্যবসা বাণিজ্য করেন। এ দিকে মোস্তাক আহমদের জায়গার দক্ষিণ পাশে কামাল হোছাইন গংয়ের জায়গা রয়েছে। তারা মোস্তাক আহমদের বসতির উপর দিয়ে রাস্তা নির্মাণের প্রচেষ্টা করছিলেন। গায়ের জোরে পেশী শক্তি দেখিয়ে এ কান্ড অব্যাহত রাখেন। গত ২ দিন আগে কামাল হোছাইন গং মোস্তাক আহমদের বসতভিটার দক্ষিন পাশে সীমানা প্রাচীরের লাগোয়া মাটি ভরাট করে। সোজা উত্তরদিকে মোস্তাক আহমদের জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণের জন্য এ মাটি ভরাট করা হয়। এমনকি মোস্তাক আহমদের দেওয়া সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়ে ভিটার উপর দিয়ে রাস্তা নির্মাণের মূল উদ্দেশ্য। শনিবার দিবাগত গভীর রাতে সেখানে জবর দখল চেষ্টা চালায়। রবিবার সকাল ১০ টার দিকে কামাল হোছাইন গং রাস্তা তৈরীর কাজ শুরু করে। খুন খারাবী ও আইন শৃংখলা পরিস্থিতির আশংকা থাকায় মোস্তাক আহমদের ছেলে নুর মোহাম্মদ কায়েস পেকুয়া থানায় জিডিটি রুজু করেছেন। নুর মোহাম্মদ কায়েস বলেন, আমরা চরম হয়রানির শিকার। যে কোন মুহুর্তে কামাল হোছাইন গং আমাদের উপর আক্রমণ করতে পারে। সীমানা প্রাচীর গুড়িয়ে দিতে গতকাল রাত থেকে সেখানে ভাড়াটে লোকজন জড়ো করে। আমি এ পরিস্থিতি দেখতে পেয়ে অনেক লোকজনকে বিষয়টি অবহিত করেছি। প্রশাসনকেও জানিয়েছি। থানায় জিডি করেছি। কামাল হোছাইন আমরা কি করছি না করছি এ গুলি পর্যবেক্ষণ করতে আমাদের বাড়ির সীমানায় সিসি ক্যামরা বসিয়েছে। আমরা মান সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। কিন্তু তিনি কি এ ভাবে সিসি ক্যামরা বসাতে পারেন। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান, বিষয়টি জেনেছি। থানায় জিডি হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply