পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় হামলায় ৫ মাসের অন্ত:স্বত্তা প্রবাসীর স্ত্রীকে আহত করা হয়েছে। জমির বিরোধের জের ধরে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা ওই নারীকে গলায় উড়না পেঁচিয়ে স্বাসরুদ্ধ করে প্রাণনাশ চেষ্টা চালায়। স্থানীয়রা আহত ওই নারীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৪ ফেব্রæয়ারী (শনিবার) বিকেল ৫ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতাছোরা আতরআলীপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত মহিলার নাম রহিমা বেগম (২২)। তিনি ওই এলাকার ওমান প্রবাসী মোহাম্মদ মামুনের ৫ মাসের অন্ত:স্বত্তা স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২ বছর আগে রহিমা বেগমের স্বামী মোহাম্মদ মামুন সুতাছোরা থেকে ৫০ শতক জমি খরিদ করেন। জমিতে বর্ষার সময় ধান ও মাছ চাষ হয়। স্থানীয়রা জানান, আতরআলী পাড়ার ছৈয়দ মিয়ার পুত্র চিহ্নিত ভূমিদস্যু আবু শামা সম্প্রতি ওই জমিতে চাষাবাদসহ রক্ষণাবেক্ষনে মালিক মোহাম্মদ মামুনকে বাধা প্রদান করছিল। ঘটনার দিন এ নিয়ে মামুনের স্ত্রী রহিমা বেগম ও আবু শামা গংদের মধ্যে বাকবিতন্ডা হয়েছে। এর জের ধরে ছৈয়দ মিয়ার পুত্র আবু শামা, স্থানীয় বদি আলম, বদি আলমের ছেলে সাকিবসহ ৪/৫ জন মিলে মামুনের স্ত্রী রহিমা বেগমকে চলাচল রাস্তায় এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তারা ওই নারীকে টানা হ্যাচড়া করে মাটিতে ফেলে দেয়। লাথি, কিল, ঘুসি ও চুলের মুঠি ধরে টানা হ্যাঁচড়া করে। এক পর্যায়ে গলায় উড়না পেঁচিয়ে স্বাসরুদ্ধ করে হত্যা চেষ্টা চালায়।
রহিমার মা হাফছা বেগম, ভাই নুর মোহাম্মদ, শাশুড়ী পাখি বেগম, রুমা আক্তার, শাহানা, বেলালসহ অনেকে জানান, রহিমার উপর নিষ্টুর হামলা হয়েছে। জায়গা নিয়ে কথা বাড়াবাড়িতে এ হামলা। ৫ মাসের অন্ত:স্বত্তা রহিমা। পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply