প্রেস বিজ্ঞপ্তি:
সব ভালো কাজের সঙ্গে থাকার শপথ নিয়েছে কক্সবাজারের চকরিয়া প্রথম আলো বন্ধুসভা। একইসঙ্গে মাদক, মিথ্যা ও মুখস্থকে না এবং মা, মাটি ও মানুষকে হ্যাঁ বলার অঙ্গীকার করেছে বন্ধুসভার সদস্যরা।
শনিবার সকাল ১১টায় চকরিয়া পৌরসভার ঝিলমিল পার্কে চকরিয়া উপজেলা কমিটি গঠন শেষে এ শপথ নেয় বন্ধুসভার সদস্যরা। এর আগে ৩৬ সদস্যবিশিষ্ট বন্ধুসভার চকরিয়া উপজেলা শাখার কমিটি ঘোষনা করা হয়।
প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এস এম হানিফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তফিকুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন ডুলাহাজারা কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও চকরিয়া বন্ধুসভার উপদেষ্টা সিন্টু কুমার চৌধুরী, ওয়েস্টার্ন প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি ও চকরিয়া বন্ধুসভার উপদেষ্টা আজিজুল হক, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. চকরিয়া ব্রাঞ্চ ম্যানেজার ও বন্ধুসভার উপদেষ্টা এম কে মিরাজ, চকরিয়া বন্ধুসভার সাবেক সভাপতি শোয়াইবুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাঈদ মোস্তাকিম, সাবেক সাংগঠনিক সম্পাদক তাছিন রাজ্জাক আলভী, সাবেক পরিবেশ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক পাঠাগার সম্পাদক জাহেদুল আলম রিফাত।
নতুন কমিটি
সভাপতি মোহাম্মদ আইয়ুব উদ্দিন, সহসভাপতি সাঈদ মোস্তাকিম সিফাত, ম.ফ.ম জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক তাছিন রাজ্জাক আলভী ও ওবাইদুল হাকিম, সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম রিফাত, উপসাংগঠনিক সম্পাদক ফজল করিম, অর্থ সম্পাদক মোহাম্মদ আবিদ, দপ্তর সম্পাদক ওবাইদুল আকবর, প্রচার সম্পাদক আতিকা সোলতানা লিপি, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নাহিদা সোলতানা, সাংস্কৃতিক সম্পাদক আত্তাহাতুল ইসলাম কনা, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক এবিএম শাইখুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সায়েদ হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মো. আবু তৈয়ব, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, মুক্তিযুদ্ধ ও গবেষনা সম্পাদক হিরু আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইশরাত জাহান নাইমা, ম্যাগাজিন সম্পাদক আবু সুফিয়ান, বইমেলা সম্পাদক সায়েদ হোসেন, কার্যনিবাহী সদস্য তন্নি মুনমুন ইশরাত, মোহাম্মদ সাকিব, উম্মে হাবিবা মুন্নি। সাধারণ সদস্য মেহেরাব হোসেন অপি, সাদিয়া জান্নাত, সামিয়া জান্নাত রিয়া, মিনহাজ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাহিল চৌধুরী, আরমান মোহাম্মদ রাফি, আশফাক চৌধুরী, ওয়াহিদুর রহমান, জুনাইদুর রহমান, আতিক শাহরিয়ার প্রমুখ।
Leave a Reply