জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষক লীগের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নবগঠিত উপজেলা কৃষকলীগের উদ্যোগে রেস্টহাউসে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি ডা. মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বান্দরবান জেলা কৃষকলীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন এবং সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার কাউন্সিলর মো.সেলিম রেজা।
বক্তারা তাঁদের বক্তব্যে উপজেলা কৃষকলীগের নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে আগামী জাতীয় নির্বাচনে সপ্তম বারের মতো পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে নির্বাচিত করার লক্ষ্যে যা যা করা দরকার সকল সদস্যদের তা তা করার নির্দেশ প্রদান করেন এবং উপজেলা আওয়ামীলীগের সাথে প্রত্যেক বিষয় সমন্বয় করার আদেশ প্রদান করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন,অন্যরা দুর্নীতি করতে পারলেও কৃষকরা দুর্নীতি করতে পারে না। সুতরাং যারা কৃষক লীগের পতাকাতলে এসেছেন সবাই এই কৃষকদের যে মহতী কাজ,সে কাজগুলো করে যেতে হবে এবং পার্বত্যমন্ত্রীকে এই আসনে সপ্তমবারের মতো বিপুল ভোটে জয় করতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন,বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য আবু তাহের কোম্পানি,জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান,ভাইস-চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চুচুমং মার্মা,উপজেলা যুব মহিলা লাীগের সভাপতি সানজিদা আক্তার রুনা,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফান মাহাবুব রায়হান, কৃষক লীগ নেতা ইউপি সদস্য মোহাম্মদ বেলাল।
এছাড়াও অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের বাহাদুর,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি খালেদা বেগম ও সাধারণ সম্পাদক প্রুমারি মার্মা,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফাহিম ইকবাল খাইরু,কলেজ ছাত্র লীগের সভাপতি মো:সেলিম ও সাধারণ সম্পাদক ইফতেখার উল আবরার প্রমুখ।
এছাড়াও কৃষক লীগের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ,আওয়ামীলীগ,অঙ্গ সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীসহ কৃষক লীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply