স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় তারেকুল ইসলাম (১৮) নামে এক টমটমচালক নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে মহাসড়কের নলবিলা ফরেস্ট চেক স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেকুল উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমর নগর এলাকার মোক্তার আহমদের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে টমটমে যাত্রী নিয়ে বানিয়ারছড়া থেকে চকরিয়া যাচ্ছিলেন তারেকুল। নলবিলা ফরেস্ট চেক স্টেশনের কাছে কক্সবাজারমুখী একটি বাস টমটমকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে বাসের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিরিঙ্গা হাইওয়ে থানার পরির্দশক ইমন চৌধুরী বলেন, বাসটি জব্দ করা হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply