নিজস্ব প্রতিবেদক, পেকুয়াঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলায় প্রবাসীদের সংগঠন ওয়েলফেয়ার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কবুতর উড়িয়ে শিক্ষা উৎসব ও গুণীজন সংবর্ধনার উদ্বোধন করেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম।
পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা। বিশেষ অতিথির বক্তব্য দেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার, পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম শাহাদত হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউছুফ, শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, সাংবাদিক এস এম হানিফ, ওয়েলফেয়ার শিক্ষা ফাউন্ডেশনের পক্ষে শাহনেওয়াজ সুমন ও তারেক নাজেরী।
অনুষ্ঠানে পেকুয়ার ছয়জন কৃতী ব্যক্তিকে গুণীজন সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত প্রধাব শিক্ষক এ এম এম শাহজাহান, শিলখালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমদ, এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, হোছনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন, পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দলিল আহমদ ও ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছালেহ আহমদ।
অনুষ্ঠানে পেকুয়ার ১২টি উচ্চ বিদ্যালয় ও ১১টি দাখিল মাদ্রাসার মধ্যে প্রত্যেক প্রতিষ্ঠানের নির্বাচিত দুইজন করে মোট ৪৬জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply