সাইফুল ইসলাম সাইফ:
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারায় বসতভিড়া থেকে উচ্ছেদ করতে নূর আয়েশা নামে এক বিধবা নারী’র বঘতঘরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫) জানুয়ারি দিবাগত রাত ৪টার দিকে কাকারা ইউপির শাহউমর নতুন পাড়া এ ঘটনা ঘটে। বিধবা নূর আয়েশা জানান,পলিথিন,তেরপাল দিয়ে কোনমতে থাকতামনএ ঘরে।
বৃহস্পতিবার বিকেলে মায়ের অসুস্থতার খবর শুনে মাকে দেখতে যায়।পরে আর রাতে বাড়িতে ফিরিনাই।আমার পাশ্ববর্তীরা আমাকে জানায়,আমার সাথে জায়গাটি নিয়ে বিরোধ থাকা মাহামুদুল করিম সন্ধায় মোটরসাইকেল নিয়ে আসছিল।
সকালে বাড়িতে এসে দেখতে পায় আমার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।এসময় বাড়িতে থাকা আমার শেষ সম্বল নগদ টাকা,স্বর্ণালংকার,বাড়ির আসবাবপত্র নিয়ে যায় তারা।এবং কিছু জিনিষ পুড়ে দিয়েছে এসব দূর্বৃত্তরা।এলাকায় আমার সাথে কারো শত্রুতামি নাই।পৌরসভা ২নং ওয়ার্ড এলাকার নুরুল ইসলামের সন্তান মাহামুদুল করিম,কাকারা ৪নং ওয়ার্ড আব্দুল আলিম পাড়ার মৃত গুরা মিয়ার সন্তান কবির হোসনের নেতৃত্বে এ কাজ করেছে আমি নিশ্চিত।
তিনি আরো জানান,বিগত চার বছর পূর্বে পৌরসভা ২নং ওয়ার্ড এলাকার নুরুল ইসলামের সন্তান মাহামুদুল করিমের কাছথেকে ৩০ কড়া জমি চার লক্ষটাকা ধার্য করে ২লক্ষ টাকা অগ্রিম প্রদান করি।বাকি টাকা রেজিস্ট্রির সময় দেওয়া কথা হয়।আমি অবশিষ্ট টাকা নিয়ে তাকে জমি রেজিস্ট্রি দেওয়ার কথা বললে তিঁনি আজ দিবে কাল দিবে মর্মে বলে আসছিল।নূর আয়েশা কাকারা ৪নং ওয়ার্ড এলাকার মৃত দেলোয়ার হোসাইনের স্ত্রী।
স্থানীয়’রা জানান,এ বিধবা নারী শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিল।বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কয়েকজন দৃর্বৃত্ত এ ঘরে আগুন লাগাতে দেখেছি।আমরা সবাই এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান,এ ধরনের বিষয় নিয়ে এখনো কেউ আসেনাই।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply