পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় স্বামী-স্ত্রী দম্পতিকে কুপিয়ে জখম করল দুবৃর্ত্তরা। জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ৫/৬ জনের দুবৃর্ত্তরা এক যুবককে প্রাণনাশ চেষ্টা চালায়। এ সময় তাকে ৫/৬ জনের উত্তেজিত লোকজন ঘিরে ফেলে। এক পর্যায়ে ওই যুবককে ধারালো কিরিচ ও দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে বাঁচাতে স্ত্রী সেখানে পৌছেন। এ সময় হামলাকারীরা ওই নারীকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করে। স্থানীয়রা এ ২ জনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক ওই ২ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। ২৭ ডিসেম্বর সকাল ৭ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুনঘোনা পেকুয়ারচর নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার আবুল কাশেম প্রকাশ বাদশাহর ছেলে নির্মাণ শ্রমিক আমিনুল হক (২৫) ও স্ত্রী সাবেকুন্নাহার (২১)। প্রত্যক্ষদর্শীরা জানান, ২৪ শতক জমি নিয়ে নতুনঘোনা পেকুয়ারচরে মৃত আবদু ছমদের পুত্র আবুল কাশেম প্রকাশ বাদশাহ ও প্রতিবেশী মোহাম্মদ হোসাইনের পুত্র মোহাম্মদ আনছার গংদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে আবুল কাশেম প্রকাশ বাদশাহর ছেলে আমিনুল হক জমিতে কাজ করতে গিয়েছিলেন। এ নিয়ে মোহাম্মদ আনছারসহ ৫/৬ জনের লোকজন সেখানে গিয়ে আমিনুল হককে ঘিরে ফেলে। এক পর্যায়ে উত্তেজিত লোকজন ধারালো দা, কিরিচ নিয়ে আমিনুল হককে অতর্কিত হামলা চালায়। তাকে মধ্যযুগীয় কায়দায় বর্বর হামলা চালানো হয়। স্বামীকে উদ্ধার করতে স্ত্রী সাবেকুন্নাহার সেখানে যান। এ সময় ওই নারীকেও টানা হ্যাচড়াসহ কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। আমিনুল হকের পিতা আবুল কাশেম বাদশাহ বলেন, মোহাম্মদ হোছনের পুত্র আনছার তার ভাই ইসমাইল, ইউসুফ, আইয়ুব নবী, আবুল বশরের পুত্র নুরুল কবিরসহ ৫/৬ জনের দুবৃর্ত্তরা কুপিয়ে আমার ছেলে ও পুত্রবধূকে জখম করেছে। আমি থানায় এজাহার জমা দিয়েছি। এস,আই শেখ ফরিদ ঘটনাস্থলে গিয়েছেন। আমার ছেলের মাথায়, বুকে, পিঠে, কোমরেসহ সর্বশরীরে কুপিয়ে জখম করা হয়েছে। ডানহাতে হাড়ভাঙ্গা জখম করা হয়েছে। তারা আমার ছেলেকে মূলত হত্যা করতে ঘিরে ফেলেছিল। হামলার ঘটনা ভিডিওতে ধারণ করা হয়েছে। কি নিষ্টুর বর্বরতা। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। পেকুয়া থানার এস,আই শেখ ফরিদ জানান, আমি তদন্ত করতে গিয়েছিলাম। পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান, একজন এস,আইকে তদন্তের জন্য পাঠানো হয়েছিল। পুলিশ বিষয়টি অবশ্যই খতিয়ে দেখছে। ক্ষতিগ্রস্তরা অবশ্যই আইনী সহায়তা পাবে।
Leave a Reply