পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সদর ইউনিয়নের মিয়াপাড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় নগদ ৬০ হাজার টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণালংকারসহ মূল্যবান দ্রব্যাদি নিয়ে যায়। ২৯ ডিসেম্বর দিনের বেলায় দুপুর ১ টার দিকে দুর্ধর্ষ চুরির এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই দিন দুপুরের দিকে মিয়াপাড়ায় সৌদি প্রবাসী ইয়ার মোহাম্মদের বাড়িতে চোরের দল হানা দেয়। সৌদি আরব প্রবাসী ইয়ার মোহাম্মদের পৈত্রিক বাড়ি বারবাকিয়া ইউনিয়নের সবজীবনপাড়ায়। সদর ইউনিয়নের মিয়াপাড়ায় ইয়ার মোহাম্মদ ভবনে তিনি পরিবার নিয়ে ইয়ার মোহাম্মদ ভবনের ৩য় তলায় বাসা ভাড়া নিয়ে থাকেন। ওই দিন ইয়ার মোহাম্মদের স্ত্রী হালিমা সাদিয়া বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাসাটি তালাবদ্ধ ছিল। এ সময় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ইয়ার মোহাম্মদ ভবনের কেয়ারটেকার আবুল কালাম (৫০) জানান, এ ভবনে আমি চাকুরী করি। ওই দিন সকাল ১১ টার দিকে আমি বাজারে গিয়েছিলাম। পৌনে ১ টার দিকে আমি বাসায় ফিরি। শিম ক্ষেতে আমি কীটনাশক প্রয়োগ করছিলাম। ভাড়াটিয়া ইয়ার মোহাম্মদের স্ত্রী হালিমা সাদিয়া এসে বিষয়টি দেখতে পান। এ সময় তিনি অবসাদগ্রস্ত হয়েছিলেন। কান্নাকাটি করছিলেন। মুহুর্তের মধ্যে আমিসহ কয়েকজন মিলে পুরোভবন ও আশপাশের সব জায়গায় তল্লাশী করেছি। শরীয়তপুরের ১ জন কর্মজীবি এ বাসার পাশে অপর একটি বাসায় ভাড়া থাকে। তার স্ত্রীকে চুরির বিষয়ে আমরা সন্দেহ করছিলাম। এ ব্যাপারে প্রবাসী ইয়ার মোহাম্মদের স্ত্রী হালিমা সাদিয়া বলেন, দারোয়ান ও শরীয়তপুরের কর্মজীবি ব্যক্তির স্ত্রীর মধ্যে কথাবার্তার যথেষ্ট অমিল পাওয়া গেছে। এ ২ জনের মধ্যে মূলত মূল রহস্য থাকতে পারে। পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান, ক্ষতিগ্রস্ত পক্ষকে থানায় এসে অভিযোগ দেওয়ার জন্য বলছি। সন্দেহের তীর থাকলে পুলিশকে বলতে বলুন।
Leave a Reply