জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলা নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১১ বিজিবি’র উদ্যোগে বড়দিন উদযাপন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের আর্থিক অনুদান প্রদান ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
সীমান্ত সুরক্ষা,চোরাচালান প্রতিরোধ,অবৈধ অনুপ্রবেশ,নারী ও শিশু প্রচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমন এবং সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে ‘ধর্ম যার যার উৎসব সবার’ সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে নাইক্ষ্যংছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত এলাকার পাহাড়ি জনপদে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১১বিজিবি যিশুখ্রিস্টের জন্মদিন উদযাপন উপলক্ষ্যে রবিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার ছয়টি গির্জায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল করিম কর্তৃক খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে এই আর্থিক অনুদান প্রদান ও মিষ্টি বিতরণ করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজিবি কমান্ডার আরও জানান,অত্র অঞ্চলের শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে সকল জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ভবিষ্যতেও বিজিবি’র এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply