সাইফুল ইসলাম সাইফ:
কক্সবাজারের চকরিয়া পৌরশহরে জাহেদুল ইসলাম(২৮)নামে এক মাইক্রোবাস চালক চাঁদা দিতে অপারগতা স্বীকার করায় হামলাও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৪)ডিসেম্বর দুপুর ১২টার দিকে পৌরসভা ৮নং ওয়ার্ড সিটি সেন্টার মার্কেটের পিছনে এ ঘটনা ঘটে। যুবক জাহেদ পালাকাটা ৭নং ওয়ার্ড এলাকার আবুল কাশেমের সন্তান।তিঁনি চকরিয়া নোহা,মাইক্রোবাস- হাইয়েস শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সদস্য।
বিষয়টি নিয়ে যুবক জাহেদুল ইসলাম চকরিয়া থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে লিখেছেন,৮নং ওয়ার্ডের শওকত হোসেন রিয়াজ নামের এক যুবক চকরিয়া পৌরসভার ট্যাক্সের কথা বলে প্রতিদিন অবৈধভাবে চাঁদা দাবী করে আসছিল।উক্ত দাবীকৃত চাঁদা দিতে অপারগতা স্বীকার করাই ক্ষিপ্ত শনিবার দুপুর ১২টার দিকে সন্ত্রাসী কায়দায় আরো অজ্ঞাত ৩/৪ মিলে আমাকে হাতুড়ি দিয়ে মারধর করে। এসময় প্যান্টের পকেট থেকে ১টি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে যায়। ও গাড়ির ডান পার্শ্বের গ্লাস ও রেইমসিট ভাঙচুর করে।তিঁনি আরো লিখেছেন,বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন সে,যেকোনো মুহূর্তে তার চালিত মাইক্রোবাসে হামলার আশঙ্কা করছেন।এছাড়াও স্থানীয় প্রভাব কাটিয়ে একাধিক মানুষের কাছথেকে পৌরসভার ট্যাক্সের কথা বলে বিপুল অংকের চাঁদা আদায় করছে।
এদিকে কয়েকজন নোহা গাড়ির চালক জানান,দেশের কোথাও এইভাবে ট্যাক্সের নামে চাঁদা দিতে দেখিনাই।দৈনিক ২০টাকা এবং মাসে ২০০ টাকা নেন এ চক্রটি।
এ দাবীকৃত চাঁদা না দেওয়ায় জাহেদ‘কে মারধর করেছেন তারা।
আমরা এর সুষ্ঠু সমাধান ও ন্যায় বিচার প্রত্যাশা করছি।
বিষয়টি নিয়ে শওকত হোসেন রিয়াজকে একাধিক বার ফোন করা হয়। তিঁনি রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান,এধরনের বিষয় এখনো হাতে আসেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply