জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ১৭-২২ ডিসেম্বর তারিখের সপ্তাহব্যাপী পরিবার কল্যাণের সেবা ও প্রচার সপ্তাহের কিশোরী ও মা সমাবেশের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রীতিভোজেরও আয়োজন করা হয়।
বৃহস্পতিবার(২২ডিসেম্বর) সকাল ১০টায় সোনাইছড়িতে উপজেলা চেয়ারম্যানের বাগানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপ-সহকারী ছুরুত আলমের সঞ্চালনায় ও বান্দরবান জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অংচালু’র সভাপতিত্বে এই সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব ও পরিচালক(প্রশাসন) খান মো.রেজাউল করিম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,এটি হল পরিবার পরিকল্পনা বিভাগের ব্যতিক্রমধর্মী প্রচারণা। কিশোরীরা বয়োসন্ধিকালে নানা শারীরিক সমস্যায় পতিত হয়,সেজন্য পরিবার পরিকল্পনা বিভাগ তাদের কর্মীদের মাধ্যমে নানা ধরণের প্রোগ্রাম আয়োজন করে বয়োসন্ধিকালের নানা বিষয় সম্পর্কে সচেতন করেন। মায়েদের উদ্দেশ্যে বলেন মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে নয় এবং ২১ বছরের আগে গর্ভধারণ নয়। তিনি আরও বলেন,সময়মত নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি। অর্থাৎ, প্রধান অতিথি কিশোরী ও মাদের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ,উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা,ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা, জেলা পরিষদের সদস্য ক্যানেওয়ান চাক,ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. নুরুচ্ছাফা চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বিতীয়ময় চাকমা প্রমূখ।
এছাড়াও এই কিশোরী ও মা সমাবেশের মিলনমেলা ও বনভোজনে কিশোরী ও মা,পরিবার পরিকল্পনা বিভাগের নানা স্তরের কর্মকর্তা ও কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply