চকরিয়ায় নবাগত জেলা প্রশাসককে সংবর্ধনা শ্রেণীপেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা – aponbangla.com
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:২৩ অপরাহ্ন
Title :
নাইক্ষ্যংছড়ি দৌছড়ি সড়কে দু’ট্রলির ধাক্কায় দূর্ঘটনা,১৩ শ্রমিক আহত নাইক্ষ্যংছড়িতে ৩১ কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর হেফজখানার শিক্ষার্থী বলাৎকার অভিযুক্ত শিক্ষক আটক পেকুয়ায় দিনমজুরকে পিটিয়ে জখম হিন্দু ধর্মীয় বিধিবিধান ও হিন্দু আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পেকুয়ায় দেবরের হাতুড়ী পেঠায় ভাবী নিহত আধুনগর ফলজ বাগানে বন্য হাতির তান্ডব: বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি পেকুয়ায় কোর্টের আদেশ না মেনেই চলছে জমিতে স্থাপনা নির্মাণকাজ পেকুয়ায় যুবককে পিটিয়ে টাকা লুট লোহাগাড়ায় বিএইচআরসি জেলা সেক্রেটারির বাড়ির তালা কেটে মোটরসাইকেল চুরি

চকরিয়ায় নবাগত জেলা প্রশাসককে সংবর্ধনা শ্রেণীপেশার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৪৪ Time View

স্টাফ রিপোর্টার:
কক্সবাজার জেলার নবাগত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান চকরিয়া উপজেলার সর্বস্থরের নাগরিকদের সঙ্গে উন্নয়নমুলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চকরিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ সুগন্ধা মিলনায়তনে এ উপলক্ষে সুধীসভার আয়োজন করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। তার আগে চকরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষথেকে নবাগত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানকে ফুলেল শুভেচছা বরণ কথা নেওয়া হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো রাহাত উজ জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, সহকারী পুলিশ সুপার ( চকরিয়া সার্কেল) মো: তফিকুল আলম। বক্তব্য দেন মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি সুরাজপুর মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, সাংবাদিক ছোটন কান্তি নাথ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোছাইন চৌধুরী, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব বুলেট, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, সিনিয়র সাংবাদিক এমআর মাহমুদ, রফিক আহমদ, জসিম উদ্দিন কিশোর, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, সাংবাদিক এম জিয়াবুল হক, মনসুর মহসিন, মনজুর আলম, মনছুর আলম রানা, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ চকরিয়া উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদরাসা সুপার, আলেম ওলামা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান আগামীতে চকরিয়া উপজেলার সার্বিক অগ্রগতি উন্নয়নে ভুমিকা রাখবেন জানিয়ে বলেন, সাত লাখ মানুষের জনপদ ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত চকরিয়া উপজেলাকে সরকারি সবধরনের উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে কোনধরনের বৈষম্য হবে না। জনসংখ্যা অনুপাতে সুষমভাবে বরাদ্দ নিশ্চিত করা হবে। সেইজন্য স্থানীয় সকলস্থরের জনপ্রতিনিধি থেকে শুরু করে শ্রেণী পেশার সবার সহযোগিতা চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
Theme Dwonload From ThemesBazar.Com