তৌহিদুল ইসলাম কায়রু, লোহাগাড়া, চট্টগ্রাম।
পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন এস.আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলী। সম্প্রতি বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন। এতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম, শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ, এবং সচেতন মহল জনাব মোহাম্মদ আলীকে অভিবাদন জ্ঞাপন করেছেন।
জনাব মোহাম্মদ আলী সর্বশেষ চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে এমবিএ পাশ করেন এবং তিনি আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে প্রায় ১২ বছর সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত এপ্রিলে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে ঐতিহ্যবাহী পদুয়া এস.আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।
সভায় বক্তৃতা প্রদানকালে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করেন।
Leave a Reply