মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি:
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ৩২৯ পরিবারের শিশুর মাঝে বাৎসরিক উপহার হিসাবে শিক্ষা উপকরণ প্রদান করেছে বেসরকারী সংস্থা আগাপে’র অধীনস্থ মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প-বিলছড়ি (কোড নং বিডি০৫০২)। রবিবার দুপুুরে উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের হেব্রণ মিশনস্থ অংসাইরাই মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ প্রদান উদ্ভোধন করেন, নির্বাহী অফিসার জেপি দেওয়ান। এ উপলক্ষে মনতাজন ত্রিপুরার সভাপতিত্বে উপকরণ প্রদান অনুষ্ঠানে বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজুরুল কাদের, সদস্য শফিকুর রহমান, আগাপে’র চেয়ারম্যান জন বাহাদুর ত্রিপুরা, বিটিএ বিসি’র জেনারেল সেক্রেটারী বিনয় ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান মহেন্দ্র ত্রিপুরা ও সাংবাদিক ফরিদ উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। শেষে একই প্রকল্পের আওতায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের (সিআইবি) অর্থায়নে শিশু ও অভিভাবকদের হাতে আয়বর্ধনমূলক কার্যক্রমের আওতায় ৮ উপকারভোগী সদস্যদের হাতে ছাগল তুলে দেন, নির্বাহী অফিসার জেপি দেওয়ান।
Leave a Reply