পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় টেলিভিশনে ফুটবল খেলা উপভোগকে কেন্দ্র করে ফুটবল সমর্থকদের মধ্যে মারপিট হয়েছে। এ সময় হামলায় ১ জন আহত হয়েছে। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৬ ডিসেম্বর দিবাগত রাত ২ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজবাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন (৪০)। তিনি রাজাখালী ইউনিয়নের রব্বত আলী পাড়ার হাজী আমিনুল হকের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ ডিসেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টার দিকে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ অনুষ্টিত হয়েছে। ওই দিন ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার ফুটবল পরাশক্তি দক্ষিণ কোরিয়া মুখোমুখি হয়। ওই দিন রাতে রাজাখালীর সবুজ বাজারে টিভিতে ওই ম্যাচ প্রত্যক্ষ করাকে কেন্দ্র করে দর্শকদের দু’পক্ষের মধ্যে মারপিট হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সবুজ বাজারে ইউনুছের চায়ের দোকানে টিভিতে খেলা দেখছিলেন স্থানীয়রা। উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচে ওই দিন ব্রাজিল ৪-১ গোলে জয়ী হয়। এ দিকে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। এ সময় ব্রাজিল ফুটবল ভক্ত কয়েকজন দর্শক সেখানে উৎফুল্ল হন। এর জের ধরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আর্জেন্টিনা সমর্থক কয়েকজন দর্শক মারপিট শুরু করে। এ সময় হামলায় রব্বত আলী পাড়ার হাজী আমিনুল হকের পুত্র ব্রাজিল সমর্থক গিয়াস উদ্দিনকে হামলা চালায়। হামলায় তার হাতের ১ টি আঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়। এ ব্যাপারে গিয়াস উদ্দিন বাদী হয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দেন। গিয়াস উদ্দিন জানান, রব্বত আলী পাড়ার মোক্তার আহমদের মো: ইউনুছসহ ৭/৮ জনের উত্তেজিত লোকজন আমার উপর এলোপাতাড়ি হামলা চালায়। এ দোকানটির মালিক আমি। তাকে সেলামী দিয়ে মাসিক ভাড়ায় দোকানটি করতে দিয়েছি। ব্রাজিল জিতেছে আমি উৎফুল্ল হয়েছি। এ ছিল আমার দোষ। কিন্তু তারা ৭/৮ জন এসে আমাকে সন্ত্রাসী কায়দায় হামলা করেছে। পেকুয়া থানার এ,এস,আই জয়নাল বিষয়টি তদন্ত করতে এখানে এসেছিলেন। আমার স্বাক্ষী প্রমাণ আছে। কিছু টাকা ছিল সেগুলিও তারা নিয়ে ফেলছে।
Leave a Reply