জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি :
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে আসছেন। তিনি ইউনিয়নের ১২ কোটি ব্যয়ে নির্মিত ইদগড়-আলিক্ষ্যং উদ্বোধন করবেন। বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) সকাল ১০ টায় এখানে পৌঁছবেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ বলেন,মন্ত্রী বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আলিক্ষ্যং এলাকায় পৌঁছবেন। তিনি ইউনিয়নের দূর্গম পাহাড়ি জনপদ ইদগড়-আলিক্ষ্যং সড়কের ১২ কোটি ব্যয়ে কার্পেটিং কাজের উদ্বোধন করবেন। অর্থাৎ
প্রায় ৩৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্বোধনসহ শীতবস্ত্র, সৌর বিদ্যুৎ বিতরণ করা হবে।
নাইক্ষ্যংছড়িতে আগমনের
বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সহকারী সচিব সাদেক হোসেন চৌধুরী।
এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর( উশৈসিং) এমপি র আগমন উপলক্ষে নতুন সাজে সাজছে বাইশারীর আলিক্ষ্যং এলাকা। নেতাকর্মীদের মাঝে দেখা যাচ্ছে আনন্দ উচ্ছাস। তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের তোরণ। প্রস্তত করা হচ্ছে মাঠ। সাজানো হচ্ছে রাস্তাঘাট। আগাম প্রস্তুতি নিতে নেতা কর্মীরা ব্যানার ফেস্টুন লাগিয়ে সাজাচ্ছেন। সব মিলিয়ে বর্তমান সাজ সাজ রব।
Leave a Reply