বার্তা পরিবেশক:
কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী ইউনিয়নের বামুলারপাড়ায় মৌলভী আবদু শুক্কুর নামক ষাটোর্ধ্ব ব্যক্তির ১ লক্ষ টাকা চুরি হয়েছে। বসতবাড়ির আলমিরা থেকে ১ লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে ওই ব্যক্তির লবণ মাঠে থাকা কর্মচারী সাজ্জাদ হোসাইন প্রকাশ লুতাইয়া। এ ব্যাপারে পেকুয়া থানায় লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। ৮ নভেম্বর রাত ৮ টার দিকে রাজাখালী ইউনিয়নের বামুলারপাড়ায় এ ঘটনা ঘটে। তবে টাকা চুরি হওয়ার ১৯ দিন অতিবাহিত হয়েছে। এখনো উদ্ধার হয়নি চুরি হয়ে যাওয়া ১ লক্ষ টাকা ও ১ টি বিদেশী মুঠোফোন। থানায় অভিযোগ পাঠানো হয়েছে। তবে ভূক্তভোগী ব্যক্তি পাননি কোন আইনী সহায়তা। টাকা নিয়ে পালানো সাজ্জাদ হোসাইন প্রকাশ লুতাইয়া বর্তমানে আত্মগোপনে রয়েছে। তাকে অনেক খোঁজাখুজি করা হচ্ছে। টাকাগুলো নিয়ে ওই যুবক এখন কৌশলী ভাব নিয়ে চলাফেরা করছেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা জানান, চলতি মৌসুমে লবণ মাঠ চাষাবাদের জন্য মৌলভী আবদু শুক্কুর নামক ব্যক্তির কাছে ৬ মাসের চাকুরী নেন সাজ্জাদ হোসাইন লুতাইয়া নামক এক যুবক। তার বয়স হয়েছে আনুমানিক ২২ বছর। লবণ মাঠের জন্য তাকে ৬০ হাজার টাকা পারিশ্রমিক ধার্য্য সাব্যস্ত করা হয়। ৬ মাস লবণ চাষ করার শর্তসাপেক্ষে। এ দিকে অগ্রীম বাবদ তাকে ১০ হাজার টাকা দেওয়া হয়। পালানোর ১ সপ্তাহ আগে চাকুরীতে যোগদান করে। মৌলভী আবদু শুক্কুরের বাড়িতে স্ত্রী ও ১ ছেলে থাকেন। ওই দিন রাত ৮ টার দিকে আবদু শুক্কুরের স্ত্রী বাড়ির বাহিরে গৃহস্থালির কাজ করছিলেন। ওই সুবাধে তাদের কর্মচারী সাজ্জাদ হোসাইন প্রকাশ লুতাইয়া বাড়িতে ডুকে আলমিরায় রক্ষিত ১ লক্ষ টাকা ও একটি বিদেশী মুঠোফোন সেট নিয়ে চম্পট দেয়। আবদু শুক্কুরের ছেলে মো: জিল্লু বলেন, ৬ মাস লবণ চাষ করেছি। মৌসুমে লবণ বিক্রি করেনি। গত কয়েক দিন আগে লবণ বিক্রি করে টাকা বাড়িতে রাখছিলাম। টাকা আছে সেটি সাজ্জাদ পূর্ব থেকে নিশ্চিত ছিল। আমার মা বাহিরে ছিল। এমনিতর সময়ে ওই যুবক আলমারি থেকে টাকা নিয়ে পালিয়েছে। মৌলভী আবদু শুক্কুর জানান, আমি অভাব অনটনের মধ্যে আছি। টাকা গুলি নিয়ে আমাকে সর্বনাশ করেছে। সাজ্জাদ হোসাইন প্রকাশ লুতাইয়ার কাছ থেকে আমি টাকা গুলি উদ্ধার করতে সকলের কাছে আবেদন করছি। সে কোথায় আছে তার সন্ধান দিতে পারলে যিনি তথ্য দিবেন অথবা যারা আমাকে এ কাজে সহযোগিতা করবেন আমি ওই সব ব্যক্তিবর্গকে পুরষ্কৃত করবো।
Leave a Reply