পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় হামলায় রিনা আক্তার (৩৫) নামের ১ জেলের স্ত্রী আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে চমেক হাসপাতালে রেফার করে।
২৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের আমিলারপাড়ায় হামলার এ ঘটনা ঘটে। আহত রিনা আক্তার রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনার নুরুল আবছারের স্ত্রী। নুরুল আবছার পেশায় একজন জেলে। তাকে এলাকায় আবছার মাঝি হিসেবে জানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৪ বছর আগে আবছার মাঝি বকশিয়াঘোনা থেকে এসে আমিলারপাড়ায় বাসা ভাড়ায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। ঘটনার দিন সকালে আবছার মাঝির স্ত্রী রিনা আক্তার ভাড়া বাসায় সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আমিলারপাড়ার রহিমুল্লাহর স্ত্রী রিপু আক্তার ও রিপু আক্তারের ছেলে লাঠি নিয়ে এসে আবছার মাঝির স্ত্রী রিনা আক্তারকে অতর্কিত হামলা চালায়। ওই নারীকে ছেলে আর মা লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে সর্বশরীরে জখম করে। স্থানীয়রা রিনা আক্তারকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আবছার মাঝি জানান, আমার স্ত্রীকে মারাত্মক জখম করা হয়েছে। তার পিঠে লাঠির আঘাতের কালচে দাগ দেখা যাচ্ছে। দু’পায়েও আঘাত আছে। বুকে পিঠেও লাঠির আঘাত আছে। তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। মো: ফরমান, আবুল কালাম, মিনু আরা বেগমসহ প্রত্যক্ষদর্শীরা জানান, রিনা আক্তারকে অন্যায়ভাবে আঘাত করেছে তারা। মেয়েটি এখন হাসপাতালে ভর্তি আছে। পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply