নিজস্ব প্রতিনিধি:
চকরিয়া পৌর তরচপাড়ার সাবেক সেনা বাহিনীর সদস্য মো:ইউসুফ আলী খাঁনের ক্রয়কৃত ৬০ শতক জমির রাজমা চাষ রাতের অন্ধকারে ট্রাক্টর দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৪) নভেম্বর দিবাগত রাতে পৌরসভা ১নং ওয়ার্ডের তরচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইউসুফ আলী ওই এলাকার মরহুম ইসহাক আহামদের সন্তান।
এদিকে মাত্র ১০ দিন পূর্বে লাভের স্বপ্ন নিয়ে বাজমা চাষ করেছিল সাবেক এ সেনা সদস্য।
পাশ্ববর্তী চাষীরা শুক্রবার সকলে টেলিফোনে ইউসুফকে খবর দেন। এ খবর শোনার পর তিনি কান্নায় ভেঙে পড়েন। এবং চরম দুশ্চিন্তায় পড়ে গেছেন।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইউসুফ আলী জানান,কয়েক বছর পূর্বে ৬০ শতক জমি ক্রয় করি।উক্ত জমিতে নানা চাষ করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছি।কয়েকদিন ধরে স্থানীয় সিরাজুল ইসলাম,রুহুল কাদের,নজরুল ইসলাম,নুরুল কাদের,রাজু,আইয়ুব’রা আমার কাছথেকে চাঁদা দাবী করেন,আমি চাঁদা দিতে অপারগতা স্বীকার করাই আমাকে হত্যা সহ নানা ধরনের হুমকি দিয়ে আসছিল।বিষয়টি নিয়ে চকরিয়া থানায় অভিযোগ দিয়েছিলাম।পরে গতরাত বৃহস্পতিবার রাতে ট্রাক্টর দিয়ে পুরো রাজমা চাষ নষ্ট করে দিয়েছে।এতে আমার কয়েক লক্ষ টাকা হয়েছে।
আমি সংশ্লিষ্ট সকলের কাছে নিয়ে ন্যায় বিচার প্রত্যাশা করছি।
স্থানীয় কয়েকজন কৃষক জানান,
জমিতে চাষ করতে অনেক টাকা,শ্রম,সময় প্রয়োজন হয়।আমাদের কাছে এক একটি রজমা চারা অথবা অন্যআন্য সবজির চারা নিজের ছেলের মতো।
কিন্তু ইউসুফের দেড় কানি জমির বাজমা চাষ রাতের অন্ধকারে যারাই নষ্ট দিয়েছে তাদের দৃষ্টান্ত শাস্তি দেখতে চাই।
বিষয়টি নিয়ে সিরাজুল ইসলাম,
গং দের কাছথেকে জানতে নানাভাবে যোগাযোগের চেষ্টা করা হয়।
না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চকরিয়া উপজেলা কৃষিকর্মকর্তা এস, এম, নাছিম হোসাইন জানান,বিষয়টি দুঃখজনক, ক্ষতিগ্রস্ত কৃষককে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হলো।
Leave a Reply