জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান জেলায় নতুন পুলিশ সুপার হিসাবে যোগদান করতে যাচ্ছেন মো. তারিকুল ইসলাম। বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ থেকে এক প্রজ্ঞাপনে এই বদলি আদেশ জারি করা হয়।
এর আগে, মো. তারিকুল ইসলাম কক্সবাজারের ১৬এপিবিএন অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন।
বিদায়ী পুলিশ সুপার জেরিন আখতারকে ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বান্দরবানের প্রথম নারী এই পুলিশ সুপার কর্মকালীন সময়ে জনবান্ধব কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছিলেন।
উল্লেখ্য, বান্দরবানের নতুন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম খুলনা বিভাগে জন্মগ্রহণ করেন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি কক্সবাজার জেলা পুলিশের আওতাধীন ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার এবং সর্বশেষ ১৬, এপিবিএন এর অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply