পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় জাফর আহমদ (৭০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ছনখোলারজুম নামক পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাফর আহমদ বারবাকিয়া ইউনিয়নের পূর্ব পাহাড়িয়াখালী ছনখোলারজুম এলাকার মৃত নজির আহমদের পুত্র। পেকুয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট শেষে রাত সাড়ে ৯ টার দিকে তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছিল। নিহত জাফর আহমদ বারবাকিয়া ইউপির ২ নং ওয়ার্ড থেকে নির্বাচিত সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের পিতা। নিহত জাফর আহমদের ২য় স্ত্রী জোসনা বেগম জানান, ঘটনার দিন সন্ধ্যার দিকে তার স্বামী জাফর আহমদ বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব পাহাড়িয়াখালী ছনখোলারজুম স্টেশনে পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা একদল দুবৃর্ত্তরা জাফর আহমদকে নিষ্টুরভাবে পিটিয়ে খুন করে। ওই দিন চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জাফর আহমদ মামলায় হাজিরা দিতে যান। বারবাকিয়ার ভারুয়াখালীর ছব্বির আহমদের পুত্র নেজাম উদ্দিন খুন হন। ওই মামলায় জাফর আহমদকে আসামী করা হয়। ওই দিন নেজাম উদ্দিন হত্যা মামলায় জাফর আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। কোর্ট থেকে বাড়ি ফেরার পথে তাকে হামলা করা হয়। ওই হামলায় তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। ১ম স্ত্রী মনোয়ারা বেগম জানান, আমার স্বামীকে সন্ত্রাসীরা নিষ্টুরভাবে হত্যা করেছে। তার শরীরে বিভিন্ন অংশে জখম রয়েছে। মুখমন্ডল দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। জাফর আহমদের মেয়ে সানজিদা জন্নাত জিসান জানান, ২ মাস আগে আমার বাবা জেল থেকে এসেছে। আজকেও একটি মামলায় হাজিরা শেষে বাড়ির দিকে ফিরছিল। শত্রæরা বাবাকে এ পৃথিবী থেকে চিরতরে বিদায় করেছে। সাবেক ইউপি সদস্য
Leave a Reply