পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় দুবৃর্ত্তদের হামলায় আপন ৩ বোন আহত হয়েছে। স্থানীয়রা ওই ৩ নারীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোমবার (২৫ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার আবদুল মালেকের স্ত্রী ইসলাম খাতুন (৪০), বোন একই এলাকার হোসন আহমদের স্ত্রী মোস্তফা খাতুন (৩৫), আরেক বোন একই এলাকার বাসিন্দা ওসমান গণির স্ত্রী নুর জাহান (৩২)। প্রত্যক্ষদর্শী কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার আবুল কাসেমের পুত্র জাহাঙ্গীর আলম জানান, পেকুয়া মিয়াপাড়ায় আমার বাবা আবুল কাসেমের মালিকানাধীন ৮ শতক জায়গা জবর দখল করা হয়েছে। সেখানে আমাদের অজান্তে একটি কুড়েঁঘর তৈরী করে ফেলে। খবর পেয়ে ঘটনার দিন সকালে আমরা কক্সবাজার থেকে পেকুয়ায় আসি। এরপর আমরা ৬ বোন ১ ভাইয়ের পৈত্রিক অংশে কেন অবৈধ ঘর তৈরী করা হয়েছে এমন প্রশ্ন করলে একদল দখলবাজ চক্র আমাদের উপর ক্ষিপ্ত হন। এ সময় তারা এলোপাতাড়ি পিটিয়ে আমার ৩ বোন ইসলাম খাতুন, মোস্তফা খাতুন ও নুর জাহানকে এলোপাতাড়ি লাথি, কিল, ঘুসি মারে। তারা ধাক্কা মেরে ইসলাম খাতুনকে পার্শ্ববর্তী পিচ রাস্তায় ফেলে দেয়। এতে করে তার কোমরে হাড়ভাঙ্গা জখম করা হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে আমার ৩ বোন। এক্সরে রিপোর্টে হাড়ভাঙ্গা জখমের আঘাত পাওয়া যায়। আহতদের বোন প্রত্যক্ষদর্শী মিনু আরা জানান, হামলাকারীদের আমরা চিনিনা। তবে দেখলে চিনবো। আমরা যেহেতু কক্সবাজারে থাকি। পুলিশকে বিষয়টি অবহিত করেছি। ইসলাম খাতুন জানান, এটি আমার বাপদাদার ভিটা। শওকত নামের একজনকে আমাদের পৈত্রিক ভিটাটি রেজিষ্ট্রি দেওয়া হয়েছে। আমরা দেখতে এসেছিলাম। কিন্তু তারা আমরা ৩ বোনকে কুকুরের মতো পিটিয়েছে। আমরা এ নিষ্ঠুরতার বিচার চাই। হামলাকারীদের তথ্য পাওয়ার চেষ্টা করছি। পরে জানাবো হামলাকারীদের নাম ঠিকানা। পেকুয়া থানার ওসি ফরহাদ আলী জানান, লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply