জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের আজাদ ব্রাদার্স এন্ড কম্পিউটার দোকান হতে চুরি হওয়া ৭টি মোবাইল ফোন অল্প দিনের মধ্যে সব-কটি মোবাইল ফোন উদ্ধার সহ তিনজন আসামীকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
গত ৭ মার্চ উপজেলার সদরের আজাদ ব্রাদার্স নামক মোবাইলের দোকানে এ ঘটনাটি ঘটে।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের দক্ষ এবং চৌকস পুলিশ অফিসার ধীমান বড়ুয়া জানান, থানার অফিসার ইনচার্জ ওসি টানটু সাহা’র দিক নির্দেশনায় বিশেষ অভিযানে আজাদ ব্রাদার্স নামক মোবাইলের দোকান হতে চুরি হয়ে যাওয়া ৭টি স্মার্ট ফোন উদ্ধার করে আজাদ ব্রাদার্স মালীক ফকরুল আজাদ হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনার মূল আসামীদের কে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইন-চার্জ ওসি টানটু সহা সত্যতা নিশ্চিত করে বলেন নাইক্ষ্যংছড়ি সদরের আজাদ ব্রাদার্স মোবাইলের দোকান হতে চুরি হয়ে যাওয়া মোবাইল সহ এ ঘটনায় জড়িত তিন জন কে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply