জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই ২০২২) সকাল ১১টায় রেস্ট হাউজের কনফারেন্স কক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার যুব মহিলা লীগের কর্মী সমাবেশ ও কমিটি গঠন অনুষ্ঠানে সানজিদা আক্তার রুনাকে সভাপতি এবং উমেচিং মার্মাকে সাধারণ সম্পাদক করে উপজেলার কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম-সম্পাদক মুন্নী আকতার ও সাংগঠনিক সম্পাদক ক্রামাচিং চাক। এই কমিটিকে এক মাসের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতাদের পরামর্শ ও সহযোগিতায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা জন্য নির্দেশ দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানটি সানজিদা আকতার রুনার সঞ্চালনায় ও নাইক্ষ্যংছড়ি মহিলা আওয়ামীলীগের সভাপতি খালেদা বেগমকে সভাপতিত্ব করে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরচেয়ারম্যান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন নার্গিচ সোলতানা।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন যুব মহিলা লীগের বান্দরবান জেলার আহ্বায়ক সাচিং প্রু মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের তসলিম ইকবাল চৌধুরী,
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান,
বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানেওয়ান চাক,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা,
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রুমারী মার্মা।আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসাইন,কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার উল আবরার,ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সানিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।
Leave a Reply