পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জায়েদকে (২২) গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পেকুয়া থানা পুলিশ। সে শিলখালী ইউনিয়নের চেপ্টামোড়া এলাকার নুরুচ্ছফার পুত্র। ২১ জুন রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এস,আই ফরহাদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। সুত্র জানায়, পেকুয়া থানার মামলা হওয়ার পর থেকে সে পলাতক ছিল। এমনকি সে বিদেশে পাড়ি দেওয়ারও প্রস্তুতি নিচ্ছিল। এমনি মুহুর্তে পেকুয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পেকুয়া থানার ওসি ফরহাদ আলী তাকে গ্রেপ্তারের বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।
Leave a Reply