বান্দারবানের লামা উপজেলার তিননম্বর ফাসিয়াখালী ইউনিয়নের সাপের ঝিরি এলাকায় ২৫ একর বিশিষ্ট একটি বাগানে হামলা চালিয়েছে দুর্বুত্তরা। পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা এ হামলা করেছে বলে অভিযোগ বাগান পরিচালকের। সোমবার বিকেল ২ টায় এ ঘটনা ঘটে।
বাগান পরিচালক মোঃ হাবিব উল্লাহ জানান, ২০১২ সালে ডুলাহাজারা ইউনিয়নের জনৈক আব্দুচত্তরের কাছ থেকে আমার পিতা আমিরউদ্দিন ২৫ একর বাগান ক্রয় করে রকমারি গাছপালার বাগান সৃজন করে আসছে।
কিন্তু একই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ছনখোলা গ্রামের মৃত জাফর আলমের ছেলে আবুল হোছাইন, মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ হোছাইন, মোঃ হোছাইনের ছেলে কামাল হোছাইন, ইউসুফ আলীর ছেলে আবদুচ্ছালাম, আবদুচ্ছালামের ছেলে মোবারক হোসেন, মো মাহবুব আলম ও আবুল হোছাইনের ছেলে শহীদুল ইসলামের নেতৃত্বে একদল লোক ৫লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। তাদের চাঁদা না দিলে সেখানে বাগান করতে দেবেনা বলে হুমকী দেয় তারা। তাদের দাবীকৃত চাঁদা না দেওয়ায় ১০/১৫ জন স্বশস্ত্র লোক ২০ জুন সোমবার বিকেল ২ টায় বাগানে আকস্মিক হামলা চালায়। হামলায় ব্যাপক ক্ষতি সাধন করে। লোকজন এগিয়ে আসলে সন্তারাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।
Leave a Reply