এম দিদারুল করিম: কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে আলী আহমদ(৫০) নামের এক জেলে নিহত হয়েছে। নিহত ওই জেলে মগনামা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শরতঘোনা এলাকার
আহমদ হোসেনের ছেলে। রবিবার দুপুর ১২টায় ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের আব্দুল্লাহ পাড়া ভোলার খালে বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় সৃষ্ট বজ্রপাতে আলী আহম আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় তাকে উদ্ধার করে প্রথমে ডাঃ মুজিবের প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসে। পরে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের সুত্রে জানা যায়, আলী আহমদ পেশায় একজন জেলে। সে প্রতিদিনের ন্যায় মাছের পোনা শিকার করতে ভোলার খালে যায়। দুপুরে সে বজ্রপাতের শিকার হন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুচ চৌধুরী । এদিকে ওইদিন রাতে নিহতের পরিবারকে দেখতে ছুটে যান পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা। পরে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেয়। সরকারের পক্ষে নগদ অর্থ সহয়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির আমিনুল ইসলাম, ইউপি সদস্য মোকতার আহমেদ, ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ মাদু প্রমূখ।
তারিখ ১৯-০৬-২০২২
Leave a Reply