সাইফুল ইসলাম সাইফ:
উপজেলার কাকারা ইউনিয়নের বারআউলিয়ানগর এলাকায় দীর্ঘ ১০,১১ বছরের আওয়ামীলীগের দলীয় কার্যালয় ভেঙ্গে দোকানে পরিণত করার অভিযোগ উঠেছে লক্ষ্যাচর ইউপির ৭ং ওয়ার্ড মৃত ছরওয়ার কামাল পুত্র মিনহাজ উদ্দিন নেতৃতে মির্জা শাহীন,মো এরশাদ ও মাতাব উদ্দিন সুমনের বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে ১৬ জুন বৃহস্পতিবার বিকালে বারআউলিয়ানগর ১নং ওয়ার্ড স্থানীয় প্রবীন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতা-কর্মী’রা কার্যালয়টির সামনে পূণরায় আওয়ামীলীগের অফিস স্থাপনের দাবীতে বিক্ষোভ করেছে।এসময় বিক্ষোভে প্রবীণ আওয়ামীলীগ নেতারা বলেন,২০১১ সাল থেকে উক্ত দলীয় কার্যালয়ে আমরা দলীয় কার্যক্রম চালিয়ে আসছি।হঠাৎ লক্ষ্যাচর এলাকার মিনহাজ উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদের নাম ভাঙ্গিয়ে দোকান নির্মাণ করার চেষ্টা চালাচ্ছে একদল ভূমিদূষ্যরা।তার প্রতিবাদ করাই ভাড়াটিয়া সন্ত্রাসী ধারা হুমকি ধামকি দিচ্ছে।আমরা চাইবো আমাদের দলীয় কার্যালয় ছিল আমাদের তাকুক। কাকারা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দীন মিজবা জানান,উক্ত
দলীয় কার্যালয়ে আমরা ১২ বছর ধরে মিটিং করছি এবং সেখান থেকে জমায়েত হয়ে যেখানে যেতে হয় যায়।কিন্তু ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেশের বাহিরে চলে যাওয়ায় অফিসটির কার্যক্রম বন্ধ হয়।
পরে দখলবাজরা সাধারন সম্পাদকের সাথে গোপনে বৈঠক করে হঠাৎ দখলের চেষ্টা করছে।
তিনি আরো জানান,আমাদের এলাকায় দলীয় কার্যালয় নেই।সামনে জাতীয় নির্বাচন সবকিছু মিলিয়ে বর্তমান নির্ধারিত কার্যালয়টি আমাদের জন্য খুব প্রয়োজন।প্রশাসন থেকে শুরু করে সকলের প্রতি অনুরোধ আমাদের অফিসটি যেন আমাদের তাকে সহযোগীতা করার।বিক্ষোভে অংশ নেওয়া সকলের চাওয়া দখলবাজদের হাত থেকে দলীয় কার্যালয়কে রক্ষা করা হোক।
Leave a Reply