জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
ঘুমধুম থেকে সাড়ে ১৯ হাজার ইয়াবা
সহ ২ তঞ্চঙ্গা গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৩ জুন) সকাল সাড়ে ৭ টার তাদেরকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের আজুখাইয়া গ্রাম থেকে এদের আটক করা হয়। তারা হলেন,ঘুমধুমের বাইশফাঁড়ি গ্রামের ক্যাচাচিং তংচঙ্গার ছেলে উথোই মং তঞ্চঙ্গা (১৯) ও মংচাচিং তঞ্চঙ্গার ছেলে রাজু তঞ্চঙ্গা (১৫)।এ অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এনায়তুল্লাহ।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন,পুলিশ আইন-শৃংখলা রক্ষাসহ অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি
সীমান্ত চোরাকারবারীদের বিষয়ে সজাগ রয়েছে। এছাড়া রোহিঙ্গাদের বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সদা সতর্ক আছে। বিশেষ করে মাদককারবারীদের
বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশের প্রতিটি টিম। তারই ধারাবিহিকতায় এই ২ তঞ্চঙ্গাকে আটকের পরে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সংশ্লিষ্ট ধারায়।
Leave a Reply