জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজে ছাত্রদের অন্তর্দ্বন্দ্বে চুরিকাঘাতে ২ জন প্রথম বর্ষের ছাত্র গুরুতর আহত হয়েছে।
শনিবার(১১ জুন) সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে এই জঘন্যতম ঘটনাটি ঘটে।
এতে চুরিকাহত হয় আক্তার(১৭) ও আনোয়ার হোসেন(১৯)। উভয় অহত ব্যাক্তিদের বাড়ি রামুর কাউয়ারখোপ ইউনিয়নে। তাদেরকে প্রথমে নাইক্ষ্যংছড়ি সরকারি হাসপাতালে,পরে অবস্থা আরও খারাপ হলে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। আনোয়ার হোসেনের অবস্থা আরও খারাপ হলে তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিশ্বস্তসূত্রে জানা যায়, তিনদিন পূর্বের ঘটনার রেশ ধরে আবারও ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটায় গর্জনিয়া ইউনিয়নের তিতারপাড়ার রাকিবুল হাসান ছোটন(১৭)। তারা উভয়ই একাদশ শ্রেণির ছাত্র।
জানা যায়,কলেজ কর্তৃপক্ষ অপরাধী ছাত্রকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপার্দ করে।
ঘটনাটির বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি)টানটু সাহা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন এবং রাকিবুল হাসান ছোটন নামে এক ছাত্র তাদের নিকট আটক আছে বলে জানান।
Leave a Reply