জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য দৈনিক মানব কন্ঠ ও দৈনিক বাঁকখালী পত্রিকার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক আবদুর রশিদের উপর হামলা ও সন্ত্রাসীদের গ্রেফতার করার প্রতিবাদে জুমাবার ১০ জুন নামাজের পর বাইশারী পেঠান আলী পাড়া জামে মসজিদের পুকুর পাড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক আবদুর রশিদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখেন,প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ,আহবায়ক আবদুল হামিদ,যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম,সদস্য সচিব জাহাঙ্গিল আলম কাজল,সদস্য যথাক্রমে জয়নাল আবেদীন টুক্কু,মোহাম্মদ ইউনুস ও মোহাম্মদ শাহীন, পেঠান আলী পাড়া জামে মসজিদ সহ-সভাপতি সব্বির আহমদ,শামশুল আলম,সমাজ কমিটির সর্দার ও মসজিদ সংলগ্ন মাদরাসা কমিটির সভাপতি একরামুল হক রাজু,প্রমূখ। বক্তারা বলেন যদি হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হয় আরও কটুর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এবিষয়ে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন সাংবাদিক আবদুর রশিদের উপর হামলার বিষয়ে বাইশারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে আমাকে স্মারক লিপি দিয়েছেে তিনি বাইশারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা তাই সকল প্রবাসীর পক্ষ থেকে স্মারক লিপি দিয়েছে আমি সেই বিষয়ে আইন শৃঙ্খলা সভায় উপস্থাপন
করবো। বাইশারী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দিন বলেন সন্ত্রাস এবং অপরাধ দমনে পুলিশের পাশাপাশি ইউনিয়ন পরিষদ, গ্রাম পুলিশ,আনসার ভিডিপিসহ সকলকে এগিয়ে আসতে হবে।
Leave a Reply