মোঃ রমজান আলী- মহেশখালী..
শাপলাপুর ইউনিয়নের ছাদেকের পাড়া নতুনবাজার নুনাছড়ি মৌজাস্হ হাবীবুল ইসলাম ও আলী আজগর গংয়ের ক্রয়কৃত ৪ একর (১০ কানি) ১৭ বছরের ভোগ দখলীয় জায়গা কিছু চিহ্নিত যড়ষন্ত্রকারীর ইন্ধনে চিহ্নিত সন্ত্রাসী ছৈয়দ আলম প্রকাশ লেইঙ্গ্যা, মোহাম্মদ শফিউল আলম, রাজু আরা বেগম, ছফুরা খাতুন, তৈয়্যবা বেগম ও তফুরা বেগমের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ২২/০৫/২০২২ইং, তারিখ দুপুর ১২ টার সময় জোরপূর্বক দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। চিহ্নিত সন্ত্রাসীদের বিরোদ্ধে মহেশখালী থানায় জিডি করা হয়েছে। তথ্যনিয়ে জানাগেছে, উপরোক্ত সন্ত্রাসীরা নিজে নিজেরাই ঘটনা ঘটিয়ে হাবীবুল ইসলাম ও আলী আজগর গংয়দের ফাসাঁনোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ১৭ বছর পূর্বে হাবীবুল ইসলাম ও আলী আজগর গংয়েরা নতুনপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইছহাকের কাছ থেকে ন্যায্য মূল্যদিয়ে ১০ কানি জায়গা ক্রয় করেছিল। ১৭ বছর যাবৎ উক্ত জায়গার ব্যাপারে কোন ধরনের কেউ কোন আপত্তি তুলেনি। কিন্তু হঠাৎ উপরোক্ত সন্ত্রাসী চক্র উক্ত জায়গাটি দখলে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। উপরোক্ত সন্ত্রাসীদের অত্যাচারে এলাকাবাসি অতিষ্ঠ হয়ে পড়েছে। র্যাব, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর লোকজন কর্তৃক চিহ্নিত সন্ত্রাসী ছৈয়দ আলম প্রকাশ লেইঙ্গ্যা, মোহাম্মদ শফিউল আলম, রাজু আরা বেগম, ছফুরা খাতুন, তৈয়্যবা বেগম ও তফুরা বেগম কে গ্রেপ্তার করা প্রয়োজন। এ ব্যাপারে মহেশখালী থানার ওসি জানান, অপরাধী যেই হউক কাউকে ছাড় দেওয়া হবে না শিঘ্রিই গ্রেপ্তার করা হবে।
Leave a Reply