সাইফুল ইসলাম সাইফ:
চকরিয়া পৌরএলাকার মনজুর আলম(৩৬) নামের এক দিনমজুরের বসতঘরের টিনের বেড়া ভাংচুর স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
রবিবার ২৯মে দুপুরে চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ড রশিদারবিল বদর মাষ্টার পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত যুবক ওই এলাকার মোহাম্মদ হোসনের সন্তান।
এ ঘটনায় কাহারিয়াঘোনা খোন্দকার পাড়া এলাকার কাজল বেগম,কৈয়ারবিল দ্বীপকুল এলাকার মো:রোস্তম ও পালাকাটা ৭নং ওয়ার্ড এলাকার ইউছুপ কে বিবাদী করে চকরিয়া থানায় ৩১মে দুপুরে ক্ষতিগ্রস্ত মনজুর বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী যুবক মনজুর আলম বলেন,এ ঘটনায় জড়িত কাজল বেগম সম্পর্কে আমার ছোটভাইয়ের সহধর্মিণী,তার স্বামী আমার ভাই মানসিক ভারসাম্যহীন মানুষ। কিন্তু এ নারীর নানা অত্যাচারে আমাদের পরিবার এলাকার মানুষ অতিষ্ঠ,সে এলাকার বিচার সালিশ কিছুই মানেনা। তার নেতৃত্বে পূর্ব শত্রুতার জেরে ওইদিন রবিবার দিনদুপুরে একদল বহিরাগত সন্ত্রাসী এনে ধারালো দা দিয়ে আমার বসতঘরের টিন ভাঙচুর করে।এসময় নগদ ১৫,০০ হাজার টাকা,এক জোড়া স্বর্ণের কানের দোল ও বাড়ির গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে যায় তারা। তিনি আরো বলেন ওই নারীর চাওয়া আমাদের পৈত্রিক ভিটা থেকে আমাদের তাড়িয়ে দিয়ে সে একা ভোগ করতে চাই।
এছাড়াও বাড়ি ভাঙচুরের সময় আমার (মা) লাইলা বেগম এলাকা বাসিকে বাড়ি রক্ষার জন্য এগিয়ে আসার জন্য চিৎকার করলে আমার বৃদ্ধা মায়ের উপরও হামলা করে এসব সন্ত্রাসী। অন্যদিকে হামলার পরেও এবার প্রাণে মারা হুমকি দিচ্ছি বলে জানান পরিবারটি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
চন্দন কুমার চক্তবর্তী জানান,এ ধরনের বিষয় এখনো হাতে আসেনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply